 
                    
                    শিক্ষার্থীর মৃত্যু: হাইকোর্টে আনভীরের আগাম জামিন আবেদন
চলতি বছরের এপ্রিলে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন।
আজ বৃহস্পতিবার সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি সায়েম সোবহান আনভীর আইনজীবী হাসান ইমামের মাধ্যমে এই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেন।
তিনি আরও জানান, বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে ২৯ সেপ্টেম্বর আবেদনের শুনানি হওয়ার কথা আছে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                