নিয়োগের জট কাটছে, চাকরির দুয়ার খুলছে
প্রথম আলো
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে চাকরির খোঁজ করছিলেন সাব্বির হোসেন। নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছিলেন, নতুন বিজ্ঞপ্তি দেখলে আবেদন করছিলেন। তবে গত বছরের মার্চে করোনা সংক্রমণ শুরুর পর হঠাৎ বন্ধ হয়ে যায় সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষা। নতুন বিজ্ঞপ্তিও শূন্যে নেমে আসে। হতাশ হয়ে ঢাকার মেস ছেড়ে গ্রামের বাড়ি মাগুরায় চলে যান তিনি।
সাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, করোনা পরিস্থিতির কবে উন্নতি হবে, কবে আবার নিয়োগ পরীক্ষা হবে—এসব নিয়ে অনিশ্চয়তায় তিনি চাকরির জন্য পড়াশোনা বাদ দিয়েছিলেন। সম্প্রতি তিনি আবার ঢাকায় ফিরেছেন। নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পড়াশোনা করছেন। করোনার কারণে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা নেওয়ায় যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কেটে যাচ্ছে।