![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F23%2Fjhuman-photo.jpg%3Fitok%3DJG0znv2r)
ঝুমন দাশের জামিনের বিষয়ে আদেশ আজ
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাসের জামিনের বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ দেওয়ার কথা রয়েছে হাইকোর্টের। গত মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জামিন
- জামিন আবেদন
- ঝুমন দাশ