![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fraj-20210922164748.jpg)
রাজশাহীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
রাজশাহী নগরীতে ক্রমেই বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট। প্রতিদিন পাঁচ থেকে সাত ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসীর স্বাভাবিক জীবন-যাপন। এ নিয়ে অভিযোগ কেন্দ্রে ফোন করে বা সশরীরে গিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে জানান গ্রাহকরা।