You have reached your daily news limit

Please log in to continue


ঋণং কৃত্বা গাড়ি সেবা নগদায়ন

কিমাশ্চর্য! কিম কিম! ঋণ করার এমন বিজ্ঞাপনী মোহন বাণীর জন্ম হয়েছিল এই ভারতে সেই আদি যুগেরও অনাদিকালে! জান ভরে ঘি খেয়ে যান, যাবজ্জীবন সুখে কাটান; লাগলে ধার-কর্জ নিন নিঃসংকোচে। “ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ/যাবৎ জীবেৎ সুখং জীবেৎ।” নাস্তিকপন্থি চার্বাক দর্শনের এ-কথাটাই এখনকার অতীব আস্তিক সভ্য (!) যুগের ভোগবাদী বিশ্বে জীবনাদর্শ হয়ে উঠেছে। করপোরেটওয়ালারা নিত্যনতুন ভোগের পণ্য হাজির করছে চারপাশে, আর ভোগ নগদায়নে ঋণ-সুবিধার হাতছানি দিয়ে ভোগের লালসা বাড়িয়ে চলেছে। নতুন করে জানতে পারলাম এই বুড়ো বয়সে (হতে চাইনি, বানিয়ে দিয়েছে এজি অফিস আমার পেনশন-বহিতে অবসরের কারণ ‘বার্ধক্য জনিত’ লিখে!), খোদ ঋণই নাকি প্রডাক্ট, অ্যাসেট তাদের কাছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন