![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frafiqul-20210922105837.jpg)
হাইকোর্টে ‘শিশুবক্তা’ রফিকুলের জামিন আবেদন
‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা ও ময়মনসিংহে নাশকতার অভিযোগে করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করা হয়েছে।
এই দুই মামলায় জামিন চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত আবেদন করা হয়েছে বলে বুধবার (২২ সেপ্টেম্বর) আইনজীবী আশরাফ আলী মোল্লা গণমাধ্যমকে জানিয়েছেন।