সরকার ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেবে বলে যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নের পথে। অনেক প্রত্যন্ত অঞ্চলে, যেখানে বিদ্যুৎ পৌঁছানোর কথা ভাবা যেত না, সেখানেও বিজলি বাতি চলছে, বৈদ্যুতিক পাখা ঘুরছে। তবে কিছু এলাকায়, বিশেষ করে দ্বীপ এলাকায় বিদ্যুৎ গেছে নামকাওয়াস্তে। সেসব জায়গায় সোলার প্যানেল বা ছোট পরিসরে জ্বালানি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া গেলেও তাতে না চলে পাখা, না ঘোরে কারখানার চাকা।
এ ধরনের একটি এলাকা হলো ভোলার মনপুরা উপজেলা। সেখানে সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে সৌরবিদ্যুৎ আছে। কিন্তু সে বিদ্যুৎ পৌঁছেছে গুটিকয় মানুষের ঘরে। এই অবস্থায় মনপুরাকে পুরোপুরি আলোকিত করতে ৬৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্পেও নবায়নযোগ্য এ পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদিত হবে। সমস্যা হলো, এই বিদ্যুতে শিল্পকারখানা চালানো যাবে না। এ কারণেই এলাকার লোকজন মনপুরাকে জাতীয় গ্রিডে সংযুক্ত করার দাবি জানাচ্ছেন।