সুনামি হয় কেন
সুনামির আরেক নাম নীরব ঘাতক। উত্পত্তি নীরবে, আসেও চুপিচুপি; কিন্তু ধ্বংস করে যায় সরবে।
২০০৪ সালে ঘটে যাওয়া ইন্ডিয়ান সুনামি দিয়ে এই শতাব্দীতে সুনামির সঙ্গে মানুষের পরিচয়। ৯ রিখটার স্কেলের ভূমিকম্প হয়েছিল তার আগে ভারত মহাসাগরের কোথাও, আর তাতে তৈরি হওয়া সুনামির শক্তি ছিল ২৫ হাজার অ্যাটম বোমা বিস্ফোরণের সমান শক্তি। তার আগেও সুনামি হয়েছে কিংবা হতো; কিন্তু সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া সুনামির তীব্রতায় আড়াই লাখের চেয়ে বেশি মানুষের মৃত্যু সুনামিকে নতুন করে স্মৃতিতে তুলে আনে।