রাজনৈতিক দলের রাজনীতি
বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর পরিস্থিতি ও ভূমিকা সম্পর্কে একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে ঢাকা পোস্টে। গত ২৬ আগস্ট থেকে ০৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত এই বিশেষ প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া থেকে তাদের ভাঙন ও বর্তমান ক্রিয়াকলাপের বিশদ তথ্য উঠে এসেছে। একই সঙ্গে মূর্ত হয়েছে রাজনীতির মাঠে তাদের সক্রিয়তার উপলক্ষ বা নিষ্ক্রিয়তার কারণ।
১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) প্রণয়ন করে। প্রণয়নের পর ১৯৭৮ সাল থেকে এখনো পর্যন্ত ১৭টি সংশোধনীর মাধ্যমে আইনটির বিভিন্ন অনুচ্ছেদের ২১১টি বিষয় সংযোজন-বিয়োজন করা হয়েছে। তবুও কতগুলো ‘কিন্তু’ রয়ে গেছে, এখনো যার সুযোগ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল।