করোনামুক্ত হয়ে ফেরার পর আবার ছুটতে হচ্ছে হাসপাতালে

বার্তা২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৭

ঢাকায় গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন ৩৮ বছর বয়স্ক গণমাধ্যমকর্মী আনিসুর রহমান। কিন্তু তার ছয় মাস পেরিয়ে গেলেও তিনি কর্মক্ষমতা ফিরে পাননি। তিনি বলেন, আমার এই দুর্বলতা দীর্ঘ সময় ধরে চলে। দেখা যায় কিছু দূর হাঁটলে হাঁটুতে ব্যথা করে। যদিও বিশ্রামে আছি এবং যথেষ্ট প্রোটিন খাচ্ছি, তারপরও এই জিনিসটা যাচ্ছে না।


আনিসুর রহমান বলেন, আমি মাঝে মধ্যে অনেক কিছুই মনে থাকে না। ধরেন, বাসার সিকিউরিটি গার্ডকে বললাম, বাসায় আসো পানির কলটা ঠিক করতে হবে। কলিংবেলের শব্দ শুনে দরজা খুলে সিকিউরিটি গার্ডকে দেখে জিঙ্গেস করি, কী কারণে এসেছেন? তাকে যে আমি ডেকেছি সেটা ভুলে যাই। আমি হাসপাতালে গিয়ে ডাক্তার দেখিয়েছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও