প্রাথমিক শিক্ষকদের জন্য ১১ দফা নির্দেশনা
১৮ মাস পর স্কুল-কলেজ খুলেছে। তবে অনুপস্থিতি বা ড্রপ আউটের চিত্র উদ্বেগজনক। এ অবস্থায় স্কুলের উপস্থিতি বাড়াতে প্রাথমিক স্কুলের শিক্ষকদের জন্য ১১ দফা নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এসব নির্দেশনার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি বাড়ানো ও পড়ার ঘাটতি পূরণে শিক্ষকদের কিছু দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ নির্দেশনা জারি করা হয়। নতুন নির্দেশনা ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখভাল করতে আলাদা আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।