প্রথমটা অদ্ভুত সব শব্দ কানে বাজতে পারে। তারপর তীব্র মাথা যন্ত্রণা। সে খান থেকে ক্লান্তি ভাব, মাথা ঘোরা, ঘুমের সমস্যা এবং একদম শে়ষে শ্রবণশক্তি কমে যাওয়া। এই হল হাভানা সিনড্রোমের উপসর্গ। এতদিন এই রোগ ভারতে ছিল না। তবে এ মাসে ধরা পড়েছে। আমেরিকা গোয়েন্দা বিভাগ সিআইএ-র এক কর্তা ভারতে এসেছিলেন। তাঁর শরীরে হাভানা সিনড্রোমের প্রায় সব উপসর্গই দেখা গিয়েছে। নয়াদিল্লিতে তাঁর চিকিৎসাও হয়েছে।
You have reached your daily news limit
Please log in to continue
Unknown disease: কানে আসছে অদ্ভুত শব্দ, ঘুরছে মাথা, শ্রবণশক্তি কমছে, হাভানা সিনড্রোম এ বার ভারতেও
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন