মেয়েদের স্কুল খুলতে কাজ করছে আফগানিস্তান
আফগানিস্তানে মেয়েদের স্কুল খুলে দিতে কাজ করছে বলে জানিয়েছে তালেবানের নতুন সরকার। মাত্র কয়েকদিন আগেই ছেলেদের জন্য স্কুল খুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার তালেবানের এক মুখপাত্র জানান, মেয়েদের স্কুল খুলে দেওয়ার বিষয়ে কাজ চলছে।
তবে কবে নাগাদ মেয়েদের স্কুল খুলে দেওয়া হবে সে বিষয়ে কোনো সময়সীমা জানাতে পারেননি তিনি। দেশটিতে ছেলেরা স্কুলে যেতে পারলেও হাই স্কুলের মেয়ে শিশুরা এখনও স্কুলে যেতে পারছে না। এ নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে।