![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F21%2Fjafrullah-chowdhury.jpg%3Fitok%3DP3l7PzNN)
ডা. জাফরুল্লাহর রিট মামলা শুনতে অপারগতা হাইকোর্টের
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মেডিকেল কলেজের একটি রিট মামলা শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ অপারগতা প্রকাশ করেন।