![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdengu-11-20210921160823.jpg)
বড়দের অসচেতনতায় ডেঙ্গুর ভয়াল রূপ দেখছে শিশুরা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৮
সিরাজগঞ্জের শাহাজাদপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র তাওহীদ। চলতি মাসের ৬ তারিখ মিরপুরের তালতলায় খালার বাড়িতে বেড়াতে আসে। দুইদিন পর শরীরে জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দিলে তাওহীদকে নিকটবর্তী ফার্মেসি থেকে ওষুধ কিনে দেন খালা শিলা আকতার।
এরপর জ্বর ও শরীরে ব্যথা বাড়লে তাওহীদকে ১৫ সেপ্টেম্বর ঢাকা শিশু হাসপাতালে নিয়ে আসেন তার মা। পরিস্থিতিতে জটিল হলে চিকিৎসকরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করান। সাতদিন আইসিইউতে থাকার পর তাকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বরে) ডেঙ্গু ইউনিটের সাধারণ বেডে স্থানান্তর করা হয়।