ই-কমার্স-এমএলএম প্রতারণা, লোভ সামলাতেই হবে
ছাত্রাবস্থায় ইংরেজি ব্যাকরণে পুরাঘটিত অতীত কাল নিয়ে ঝামেলা পোহানো ছাত্রের সংখ্যা নেহাত কম নয়। ‘ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যাওয়া’-সংক্রান্ত অতীত কালের উদাহরণটিকে জটিল মনে হতো। কয়েক বছর ধরে মাল্টিলেভেল মার্কেটিং, অনলাইনে কেনাকাটা এবং ‘লাভজনক’ বিনিয়োগের নামে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের হাজার কোটি টাকা হাপিশ করার ঘটনা দেখে ‘পাস্ট পারফেক্ট টেন্সের’ এই উদাহরণ এখন আর জটিল মনে হয় না।
কারণ, ‘ডাক্তার’ আসার আগেই হাজার হাজার মানুষ প্রতারিত হয়ে আর্থিকভাবে মারা যান। এসব প্রতারণামূলক কাজ যখন প্রকাশ্যে ঘটতে থাকে, চটকদার বিজ্ঞাপন এবং তারকাদের মডেল বা পণ্যদূত সাজিয়ে সরল মানুষের বিশ্বাসকে যখন কাজে লাগানো হয়, তখন কোনো মহলের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন নজির কম।