![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fchittagong-port-20210921152900.jpg)
চট্টগ্রাম বন্দরে ডেলিভারি কার্যক্রম বন্ধ, পণ্যজটের আশঙ্কা
দেশব্যাপী পণ্যবাহী পরিবহন ধর্মঘটে চট্টগ্রাম সমুদ্র বন্দরে বন্ধ রয়েছে ডেলিভারি কার্যক্রম। এতে করে বন্দরের ভেতরে পণ্যজটের আশঙ্কা তৈরি হয়েছে।
এছাড়া চট্টগ্রাম নগরের সল্টঘোলা ক্রসিং, ফকির হাট ও বন্দরের আশেপাশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত পিকেটিং করেছে ধর্মঘট আহ্বানকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকেটারদের সরিয়ে দেয়।