পানিতে ডুবে মৃত্যু রোধে প্রকল্প
পানিতে ডুবে শিশুমৃত্যুর একটি বড় কারণ সরকারের তেমন উদ্যোগ না থাকা। সম্প্রতি এ নিয়ে নীতিনির্ধারণী স্তরের সরবতা লক্ষ করা যাচ্ছে। এ মৃত্যু রোধে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ৩০৯ কোটি ৮৭ লাখ টাকার একটি প্রকল্পও তৈরি করেছে।
প্রকল্পটি দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পাবে বলে ধারণা করছে মন্ত্রণালয়। দেশের যে ১৬ জেলায় এ প্রকল্প বাস্তবায়িত হবে, এর মধ্যে নেত্রকোনা অন্যতম। কারণ, পানিতে ডুবে এই জেলায় সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে।