![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/09/21/og/081221_bangladesh_pratidin_081735_bangladesh_pratidin_081939_bangladesh_pratidin_Elach.jpg)
শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা দূর করে এলাচ
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ০৮:১২
এলাচ এমন একটি মসলা যা ঠাণ্ডা, গলাব্যথা-সহ নানান অসুখ দূর করতে সাহায্য করে। এলাচ উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। কালো এলাচ ঠাণ্ডা ও কফজনিত সমস্যা দূর করে। এর অ্যান্টিসেপ্টিক সমৃদ্ধ বীজ থেকে পাওয়া তেল যা গলাব্যথা সারাতে কার্যকর।
রান্নায় ব্যবহার করা ছাড়াও এলাচের কিছু বাড়তি সুবিধা রয়েছে। এটি প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসেবেও অনেকে ব্যবহার করে থাকেন। চলুন জেনে নেই, এলাচের কিছু অবিশ্বাস্য উপকারিতার কথা।