![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/20/ctg-court-hill-top-200921-01.jpg/ALTERNATES/w640/ctg-court-hill-top-200921-01.jpg)
পরীর পাহাড়: আইনজীবীদের সেই ৫ ভবনের ‘নেই’ পরিবেশ ছাড়পত্র
চট্টগ্রামের আদালত ভবন যেখানে, সেই পরীর পাহাড়ে নতুন ভবন নির্মাণ নিয়ে চলমান বিরোধের মধ্যে পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদন বলছে, সেখানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আগের পাঁচটি ভবন ছাড়পত্র ছাড়াই নির্মাণ করা হয়েছে।