![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F20%2Fkurigram_hospital_two_child_death_pic.jpg%3Fitok%3DAiqoh-6D)
কুড়িগ্রামে হাসপাতালে নার্সের অবহেলায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সের অবহেলায় চিকিৎসাসেবা না পেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের স্বজনসহ ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুর অভিভাবকদের রোশানলে পড়েছে দায়িত্বরত নার্সসহ হাসপাতাল কর্তৃপক্ষ।