কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভিডিও স্টোরি: পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধিতায় নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন সম্ভব?

ডেইলি স্টার প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৭

ঢাকায় ২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী রাজীব এবং দিয়ার মৃত্যু এবং এ ব্যাপারে মন্ত্রীর তাচ্ছিল্যের পর সারা দেশে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছিল। সেই স্বতঃস্ফূর্ত আন্দোলনে চাপে পড়ে সরকার দেশের সড়ক নিরাপদ করার আশ্বাস দেয়। দ্রুততার সঙ্গে তৈরি করা হয় সড়ক পরিবহন আইন ২০১৮। পরে এই আইনের বিরুদ্ধে আন্দোলনে নামে পরিবহন সংগঠনগুলো। তাদের দাবি অনুযায়ী এখন আইনটিতে পরিবর্তন আনা হচ্ছে।


কী পরিবর্তন আনার পরিকল্পনা সেই আইনে? সড়ক নিরাপদ করতে সরকার এখনো কেন ব্যর্থ? কেন পরিবহন মালিক এবং শ্রমিকদের সুবিধামতো আইন বদল করা হয়? কেন বারবার পিছু হটে সরকার?

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে