
বিধিনিষেধ উঠে যাওয়ায় অনেকেই ভিড় করছেন কক্সবাজারে। করোনাকালে মানসিক স্বাস্থ্যের ওপর যে প্রভাব পড়েছে, সেটা থেকে স্বস্তি পেতেই নানা শ্রেণি-পেশার মানুষ যাচ্ছেন সমুদ্র দেখতে। কিন্তু সৈকতের অনেক জায়গায় গুপ্তখাল ও চোরাবালি রয়েছে। সেখানে বেড়াতে যাওয়া পর্যটকদের জীবন রক্ষার জন্য পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ও নিরাপত্তাকর্মীও নেই।
সমুদ্রে কখন নামতে হবে, কোন অংশে নামলে জীবনের ঝুঁকি আছে, সে সম্পর্কে ভ্রমণকারীরা সচেতন নন। ঝুঁকিপূর্ণ স্থানে লাল নিশানা ওড়ানো হয়েছে। কিন্তু অনেকে সতর্কবার্তা মানছেন না। ফলে প্রাণহানি থামানো যাচ্ছে না। এসব দুর্ঘটনায় অমূল্য জীবন যাচ্ছে, পরিবারগুলোয় নেমে আসছে বিপর্যয়।