![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2017/02/24/04_abdul-mannan_lifestyle_120416_39.jpg/ALTERNATES/w640/04_Abdul+Mannan_Lifestyle_120416_39.jpg)
যেভাবে মেইকআপ ব্রাশ পরিষ্কার রাখবেন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৬
ব্যবহৃত কিংবা অপরিষ্কার মেইকআপ ব্রাশের কারণে মুখে উঠতে পারে ব্রণ। তাছাড়া স্থায়িত্ব বাড়াতেও ব্রাশ সঠিকভাবে পরিষ্কার রাখা দরকার। মেইকাপের নৈপুণ্যের পাশাপাশি ত্বকের সুরক্ষার জন্যও পরিষ্কার পরিচ্ছন্ন ব্রাশ দিয়ে মেইকআপ করা উচিত।
টাইমস অফ ইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ‘লন্ডন প্রাইড কসমেটিক্স’য়ের প্রতিষ্ঠাতা সঞ্জয় জানেজা বলেন, “অপরিষ্কার ব্রাশে তেল, ময়লা, ত্বকের মৃত কোষ ও ব্যাক্টেরিয়া থাকতেই পারে। যা সংক্রমণ ও অ্যালার্জি সৃষ্টি করে। ফলে দেখা দিতে পারে ত্বকের নানা সমস্যা।”
- ট্যাগ:
- লাইফ
- ব্রাশ
- পরিষ্কার
- অপরিষ্কার
- মেকআপ ব্রাশ