Bengal Weather: কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি দিনভর, দুর্যোগ চলবে বুধবার পর্যন্ত

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৫

এখনই দুর্যোগ কমছে না। বরং বুধবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হবে। তবে কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে জানানো হয়েছে, সোমবার সারা দিন দফায় দফায় ভারী বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গে।

রবিবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সোমবারও বৃষ্টি বিরামহীন। আবহাওয়া দফতর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি, কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার জেরেই বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া খারাপ থাকার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকায় জল জমা ছাড়াও কাঁচা রাস্তা ও শস্যের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও