![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/1812A/production/_120620689_a493b371-fe8f-448c-9b7f-6c35d44cfa81.jpg)
বাজারদরের চাইতে কম দামে যেভাবে কিনবেন সরকারি নিলামের পণ্য
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০
বাংলাদেশে বিভিন্ন কারণে সরকারি দপ্তর থেকে মালামাল অকশন বা নিলামে তোলা হয়ে থাকে। এসব পণ্যের মধ্যে রয়েছে জমি, বাড়ি, গাড়ি থেকে শুরু করে তেল, পেঁয়াজ, রসুনের মত কাঁচা পণ্য, এমনকি সুতাও। বাজারে প্রচলিত দামের তুলনায় সরকারি নিলামে কম মূল্যে এসব পণ্য কেনা যায়। অনেক পণ্যের প্রতি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আগ্রহ থাকে, যেমন কাঁচা পণ্য, তেল, গার্মেন্টস আইটেম ইত্যাদি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিলামে বিক্রি
- সস্তা