পিরোজপুরের ২২ স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা
পিরোজপুরের ২২টিরও বেশি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা বেহাল দশা। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের নিরাপদ সন্তান প্রসব, শিশুদের টিকাদান ও ভিটামিন ক্যাপসুলসহ মানুষকে বিনামূল্যে সরকারি বিভিন্ন চিকিৎসা সেবা পৌছে দিতে তৈরি হয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র।
তবে সময়ের সঙ্গে সঙ্গে অযত্ন আর অবহেলা এখানকার স্থাপনাগুলো ব্যবহারের অনুপযোগী হওয়ায় বন্ধ হতে বসেছে স্বাস্থ্য কেন্দ্রগুলো। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার হাজারো মানুষ। আর সেবার মান বাড়াতে সমস্যা দ্রুত সমাধান হবে বলে জানান জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক রাম কৃষ্ণ দাস।