![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmedical-camp11-20210919195240.jpg)
শ্রমিকদের জন্য ডাইফের ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিকখাতে কর্মরত শ্রমিকসহ অসহায়, দরিদ্র মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)। এতে ছয়জন এমবিবিএস ডাক্তারের মাধ্যমে সহস্রাধিক শ্রমিককে বিনামূল্যে প্রেসক্রিপশন ও ওষুধ দেওয়া হয়। শনিবার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বানারি বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।