সুবিধা নিয়ে জাপার প্রার্থীরা ভোট থেকে সরে যাচ্ছেন

প্রথম আলো প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩

প্রার্থী হয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘটনা একের পর এক ঘটে চলেছে জাতীয় পার্টিতে (জাপা)। চলতি বছরই সংসদের তিনটি আসনের উপনির্বাচন থেকে দলটির প্রার্থীরা সরে দাঁড়ান। যদিও শেষ পর্যন্ত মাঠে থাকার শর্তে তাঁদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। দলকে না জানিয়ে এভাবে প্রার্থিতা প্রত্যাহার করায় সুবিধা নিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। তাঁরা বিনা ভোটে সাংসদ হচ্ছেন।


দেখা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহার করার পরই জাপার প্রার্থীরা গা ঢাকা দেন। তাঁদের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। দলের কেন্দ্রীয় নেতারাও তাঁদের খুঁজে পান না। জাপার বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা বলছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে জাপার প্রার্থী ভোটের মাঠ থেকে সরে যান—এমন আলোচনা মানুষের মধ্যে রয়েছে। এটি দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।


অবশ্য নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর সব প্রার্থীই অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষ থেকে তাঁদের নির্বাচন থেকে সরে যেতে চাপ দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ভয়ভীতিও দেখানোর কথা বলেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও