খাদ্যখাতে আগ্রহ কম বিদেশি বিনিয়োগকারীদের!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৬
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানির সংখ্যা ২০টি। এর মধ্যে ১৩টিতেই বিদেশি বিনিয়োগকারীদের কোনো বিনিয়োগ নেই। বাকি সাতটিতে বিনিয়োগ থাকলেও তা খুব বেশি নয়। এরপরও গত এক বছরে পাঁচটি কোম্পানি থেকে বিনিয়োগের একটি অংশ তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা।
এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের প্রতি বিদেশিদের আগ্রহ কম থাকার কারণ হিসেবে বিশ্লেষক ও সংশ্লিষ্টরা বলছেন, খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা খুব বেশি নয়। এর মধ্যে দুটি বহুজাতিক কোম্পানি থাকলেও স্থানীয় কিছু ছোট প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর আর্থিক ভিত খুব বেশি শক্তিশালী নয়। এ খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকার এটি একটি বড় কারণ।