ঘুরছে বাংলা কারের চাকা, ৮ লাখেই নতুন মডেল
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৫২
নিজস্ব নকশায় গাড়ি তৈরি করছে হোসেন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘বাংলা কারস লিমিটেড’। নারায়ণগঞ্জের পঞ্চবটিতে ইতোমধ্যে দেড় শতাধিক গাড়ি তৈরি করে সেগুলো বিক্রিও করেছে প্রতিষ্ঠানটি। যে গাড়িগুলোর ইঞ্জিনে লেখা ‘মেইড ইন বাংলাদেশ’। অচিরেই রফতানি হবে বিশ্বের বড় বড় শহরে। আর দেশের বাজারে আট লাখ টাকা দামের বাংলা কার বিক্রি শুরু হবে আগামী বছরের শেষের দিকে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- উৎপাদন
- বাজারজাত
- বাংলা কার
- জাকির হোসেন