![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/09/18/image-276411-1631978594.jpg)
কীভাবে আটকে রাখবেন ত্বকের বয়স
ইত্তেফাক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৯
সতেজ টানটান ত্বক সবাই চায়। ত্বকের বয়সও সবাই ধরে রাখতে চায়। কিন্তু শরীরের বয়সের পাশাপাশি বয়স বাড়ে আমাদের ত্বকেরও। এর ফলে বিভিন্ন লক্ষণ দেখা দেয় ত্বকে, যাকে আমরা সাধারণ ভাষায় সাইন্স অফ স্কিন এজিং বলে থাকি। প্রাথমিক ভাবে ত্বক বুড়িয়ে যাওয়া এবং শুষ্ক হয়ে যাওয়া, কুঁচকে যাওয়া, ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাওয়া এবং বলিরেখা লক্ষণগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দেয়।