![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fvata-20210918201930.jpg)
তথ্য ভুলে ভাতা পাচ্ছেন না হবিগঞ্জের ৫২৩৬ কার্ডধারী
তথ্য হালনাগাদের সময় ভুল মোবাইল নম্বর লিপিবদ্ধ করায় ভাতা পাচ্ছেন না হবিগঞ্জের ৫ হাজার ২৩৬ কার্ডধারী। প্রায় ছয় মাস ধরে তারা ভাতা না পাওয়ায় অনেকটা কষ্টে দিনাতিপাত করছেন।
তাদের মধ্যে ৩ হাজার ২০০ জনের তথ্য সংশোধন হলেও এখনও ভাত পাননি তারা। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আগের বকেয়াসহ সবাই ভাতা বুঝে পাবেন বলে আশ্বস্ত করেছে জেলা সমাজসেবা বিভাগ।