![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbogura1-20210918175832.jpg)
ইছামতী নদীতে নৌকাবাইচ দেখতে উপচেপড়া ভিড়
বগুড়ার গাবতলীর ইছামতী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ নৌকাবাইচ দেখতে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার তরনীহাট এলাকায় মানুষর ভিড় বাড়তে থাকে। দুপুরের আগে নদীর দুই পাশে হাজার হাজার মানুষ উপস্থিত হন।
আশপাশের বাড়ির ছাদ, গাছের ডাল, ব্রিজের রেলিং উঠে মানুষ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। এতে গাবতলী, শাজাহানপুর, ধুনট ও সারিয়াকান্দি উপজেলার ১৬টি নৌকা অংশ নেয়।