![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252Facae7e3d-eb12-4171-a312-b6e4742f14f4%252FReserve_Bank_of_India_15.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল
ভারতে অনেক দিন ধরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছিল। ফলে, রিজার্ভ বৃদ্ধির নতুন নতুন রেকর্ডও হচ্ছিল। তাতে এবারে কিছুটা ভাটা পড়েছে।
আগের সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পর্যায়ে উন্নীত হওয়ার পর গত ১০ সেপ্টেম্বর তা ১৩৪ কোটি ডলার কমেছে। এ কারণে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬৪ হাজার ১১১ কোটি মার্কিন ডলারে নেমে আসে, যা বাংলাদেশের ৫৪ লাখ ৪৯ হাজার টাকার সমান। গতকাল শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ তথ্য পরিবেশন করে।