দেশের সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি। এটা আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। তবে বরিশাল বিভাগে বৃষ্টি ছিল সবচেয়ে বেশি।