ফেসবুকে, অনলাইনে রাজনৈতিক দলের সাইবার লড়াই - উদ্বেগ কোথায়?
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাম্প্রতিক বছরে অনলাইন প্লাটফর্মে নানা ধরণের প্রচারণা নিয়ে বেশ সরব হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যামে পাল্টাপাল্টি অবস্থান, পরষ্পরবিরোধী প্রচারণা আরো জোরদার হবে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এরই মধ্যে দলীয়ভাবে ১ লক্ষ কর্মী প্রশিক্ষণ দিয়ে তাদের ভাষায় 'গুজব ও অপপ্রচার' মোকাবেলার জন্য প্রস্তুত করছে।
বর্তমানে বাংলাদেশে যেকোনে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা এবং বিতর্ক হয়। ফেইসবুক, ইউটিউবসহ অনলাইন বিভিন্ন মাধ্যমে পাল্টাপাল্টি প্রচার প্রচারণাতেও আধিপত্য বিস্তার এখন রাজনৈতিক দলগুলোর কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের ব্যানারে আন্দোলনের সময় থেকে অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক প্রচার প্রচারণা এবং তর্ক বিতর্ক বেশি দৃশ্যমান হয়। পরবর্তীকালে হেফাজতের কর্মসূচী, কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের অনলাইন ব্যাপক প্রচার প্রচারণা দেখা গেছে।