আর্থিক খাতে জোরদার নজরদারি ও নিয়ন্ত্রণ দরকার

কালের কণ্ঠ ড. সালেহউদ্দিন আহমেদ প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১১:০৫

সাম্প্রতিককালে বাংলাদেশের আর্থিক খাতে অদক্ষতা, বিশৃঙ্খলা, খেলাপি ঋণ, সুশাসনের অভাবসহ নানা অব্যবস্থাপনা দেখতে পাচ্ছি। চিন্তার বিষয় হচ্ছে অনিয়মগুলো কমে আসার বদলে দিন দিন বাড়ছে এবং ব্যাংক থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ছে। অনিয়মটা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে। এটা মোটেও ভালো লক্ষণ নয়। এমনিতেই কভিড-১৯-এর ধকল সইতে হচ্ছে। তার ওপর অনিয়মগুলো যদি এভাবে চলতে থাকে এবং আর্থিক খাতটা আরো দুর্বল হতে থাকে, তাহলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টা কঠিন হয়ে পড়বে। এখন আর্থিক খাতের ওপর নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানো না হলে ব্যবসা-বাণিজ্য তথা সামগ্রিক অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। কারণ সার্বিকভাবে আর্থিক খাতের শৃঙ্খলার ওপর করপোরেট সুশাসন ও ব্যবসাপ্রতিষ্ঠানের সুশাসন নির্ভর করে। এই মুহূর্তে আর্থিক খাতে নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়ানো জরুরি। তবে দিন দিন পরিস্থিতি কেন খারাপ হচ্ছে, সেদিকেও নজর দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও