স্কুল-কলেজে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কতটা?
স্বাস্থ্যবিধি ‘যথাযথভাবে’ মেনে চলার একগুচ্ছ নির্দেশনা দিয়ে মহামারীর মধ্যেই দেড় বছর পর স্কুল-কলেজ খুলে দিলেও এক সপ্তাহের মধ্যেই ঢিলেমি দেখা দিয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে।
গত রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার পর প্রথম সপ্তাহে অনেক স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম।
গত সপ্তাহের পাঁচ কর্মদিবসে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের অনেকেই স্বাস্থ্যবিধি উপক্ষো করছেন।
ক্লাস চলাকালে দূরত্ববিধি মানছে শিক্ষার্থীরা। কিন্তু পরে মাস্ক ছাড়া জটলা করে আড্ডা দিতে দেখা যাচ্ছে তাদের। শিক্ষক, কর্মচারীদেরও কখনও কখনও মাস্ক ছাড়া দেখা গেছে।