কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তুমি জানো আমি কে?

প্রথম আলো হেলাল মহিউদ্দীন প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৫

টেলিভিশনে একটি চায়ের বিজ্ঞাপন দেখানো হয়। বিজ্ঞাপনের গল্পটিতে ভাবনার খোরাক আছে। ভাবনার মূল একটি প্রধান পুরুষ চরিত্রের মুখের সংলাপ। উড়োজাহাজের যাত্রীসেবায় নিয়োজিত একজন প্রমীলা চাকরিজীবীকে যাত্রী চরিত্রটি হুমকির স্বরে জিজ্ঞেস করল, ‘তুমি জানো, আমি কে?’ দর্শকেরা বুঝলাম, এটি হুমকি-ধমকি। ভয় দেখানো। অপরজনকে মানসিকভাবে ভীতসন্ত্রস্ত করার উদ্যোগ। যাত্রী চরিত্রটির পোশাক-আশাক, দেহভাষা এবং ‘জানো আমি কে’ সংলাপে স্পষ্ট যে সে ক্ষমতাধর মানুষ। শুধু ক্ষমতাধরই নয়, ক্ষমতার গরমাগরমি ও ভয়ভীতি দেখানেওয়ালা মানুষ। অনিয়মের মানুষ। সব জায়গায় সুযোগ-সুবিধা নেওয়ার মানুষ। ধরাকে সরা জ্ঞান করা মানুষ। সে অন্যায্য সুবিধাভোগী শ্রেণির একজনই শুধু নয়, নিয়ম ভেঙে অতিরিক্ত সুবিধা নেওয়াকে তার প্রাপ্য বা অধিকার জ্ঞান করে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও