Narendra Modi: করোনায় মোদীর হারিয়ে যাওয়া ভাবমূর্তি উদ্ধারে অস্ত্র প্রধানমন্ত্রীর জন্মদিন
করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল হয়ে পড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি। সঙ্গে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে হার। প্রশ্ন উঠে গিয়েছিল নরেন্দ্র মোদীর সার্বিক ভাবমূর্তি নিয়ে। সামনেই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে নির্বাচন। এই আবহে আজ প্রধানমন্ত্রীর ভাবমূর্তির টোল মেরামতে তাঁর জন্মদিনকে হাতিয়ার করে মাঠে নামল বিজেপি নেতৃত্ব। আমজনতাকে টিকাকরণে উৎসাহ দেওয়া থেকে রক্তদান শিবিরের আয়োজন, মোদীর জীবন ঘিরে প্রদর্শনী, গাছের চারা পোঁতা, অনাথ শিশুদের খাওয়ানোয় যখন আজ গোটা দিন ব্যস্ত থেকেছেন বিজেপি নেতা-কর্মীরা তখন প্রধানমন্ত্রীর জন্মদিনকে এক যোগে বেকারত্ব দিবস, কৃষক-বিরোধী দিবস, মূল্যবৃদ্ধি দিবস, মুনাফাখোর শিল্পপতিদের বন্ধু দিবস, করোনা অব্যবস্থা দিবস হিসাবে পালন করে কংগ্রেস দিনের শেষে অস্বস্তিতে ফেলে দেয় বিজেপিকে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে