বিএনপি কি আওয়ামী লীগের কাছ থেকে শিখবে?
বিএনপি পরপর তিন দিন বৈঠক করল। বিএনপির ভাষায় অতি গুরুত্বপূর্ণ বৈঠক। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিনের বৈঠকে আন্দোলন, নির্বাচন এবং সংগঠন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে বলে দলটির নেতারা গণমাধ্যমকে বলেছেন। গণমাধ্যমে প্রকাশিত খবরে এও জানা গেছে, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচনে যাবে না। বিএনপি প্রায় ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে। ক্ষমতার গর্ভে জন্ম নেওয়া দলটির জন্য ১৫ বছর ক্ষমতার বাইরে থাকা দুঃসহ ব্যাপার। মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, তেমনি বিএনপিও ক্ষমতা ছাড়া নানা সংকটে রয়েছে। অনেকেই মনে করেন বিএনপি বিলুপ্তপ্রায়। বিএনপি আর কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে না- এমন অভিমতও পোষণ করেন কেউ কেউ। কিন্তু বিএনপি যতই সংকটে থাক না কেন তার নিজস্ব একটা সমর্থক গোষ্ঠী আছে। আওয়ামী লীগবিরোধী শক্তির এখনো একমাত্র জায়গা বিএনপি। ১৯৭১-এর পরাজিত শক্তি, ’৭৫-এর ষড়যন্ত্রকারী, বাংলাদেশকে বিশ্বাস করে না এমন সব পক্ষের মিলনকেন্দ্র বিএনপি। তাই এখনো আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি। ইদানীং বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। প্রায় এক মাস ধরে সরকারের বিরুদ্ধে সরব ও সোচ্চার বিএনপি নেতারা আন্দোলনের হুমকিও দিচ্ছেন। কিন্তু আমার বিবেচনায় ভুল রাজনীতি ও ভুল নেতৃত্বের জন্যই বিএনপি এখন বিলীনপ্রায় একটি রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। বিপুল কর্মী-সমর্থক থাকার পরও দলটির আপাত ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। বিএনপি নেতাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় তারা হতাশ।