আমেরিকা থেকে ৫০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনছে সৌদি
আমেরিকার কাছ থেকে আরও সামরিক সরঞ্জাম কিনছে সৌদি আরব। সৌদি আরবের কাছে ৫০ কোটি ডলারের হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের সরঞ্জামাদি বিক্রি করার অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলায় জড়িতদের ব্যাপারে গোপন তথ্য প্রকাশ করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশ দেয়ার এক সপ্তাহের মধ্যে এ সামরিক চুক্তির খবর এলো। চুক্তির খসড়াটি এখন পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে।