পথে নামুন অথবা পদ ছাড়ুন
বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাদের সতর্ক করে বলেছে, আসন্ন সরকারবিরোধী আন্দোলনে রাস্তায় নেমে আসতে, না হলে তারা পদ হারাতে পারেন। এ ছাড়াও, দলের পক্ষ থেকে জানানো হয়, যারা পথে নামবেন, তাদেরকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে পুরস্কৃত করা হবে। উল্লেখ্য, আন্দোলনের সুনির্দিষ্ট দিন-তারিখ এখনও ঘোষিত হয়নি।
গতকাল রাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নেতাদের এই বার্তা দেওয়া হয়। ২০২৩ সালের সাধারণ নির্বাচনের কৌশল নির্ধারণের উদ্দেশ্যে আয়োজিত তিনটি বৈঠকের সর্বশেষ বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানান বৈঠকে উপস্থিত একাধিক সূত্র।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে