কীভাবে পূরণ করা হবে শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় বছরের ক্ষতি?

যমুনা টিভি প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৫০

আজ জাতীয় শিক্ষা দিবস। করোনার কারণে প্রায় দেড় বছর পর সশরীরের শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। তবে এখনও চালু হয়নি বিশ্ববিদ্যালয়গুলোর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। প্রায় দুটো শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে উচ্চ শিক্ষায় অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি পোষাতে ছুটি কমিয়ে ক্লাস বাড়ানো ও শ্রেণীভিত্তিক ক্ষতি হিসাব করে ব্যবস্থা গ্রহণের তাগিদ বিশ্লেষকদের। শিক্ষামন্ত্রী বলছেন স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সচলের পাশাপাশি ক্ষতি পূরণের জন্য কাজ চলমান আছে।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে