তালেবানের উদারনীতি; স্বস্তিতে টিভি দেখতে পারবে আফগানবাসী
যমুনা টিভি
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৪০
আফগানিস্তানে পূর্বের তুলনায় উদার তালেবান সরকার। অন্যান্য ইস্যুর সাথে এবার টেলিভিশন সম্প্রচারের বিষয়েও তারা ইতিবাচক। তবে, নির্দিষ্ট কিছু চ্যানেল সম্প্রচারে রয়েছে বিধিনিষেধ। তাই, দেশটিতে বেড়েছে ডিশ অ্যান্টেনা, সেট-টপ বক্স এবং রিসিভার বিক্রি। নিজের পছন্দের চ্যানেল উপভোগে, হিড়িক পড়েছে এসব সম্প্রচার যন্ত্রপাতি কেনার।
- ট্যাগ:
- ভিডিও
- উদারতা
- টিভি চ্যানেল
- তালেবান সরকার