![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fwaqar-20210917101355.jpg)
বরখাস্ত করার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি : ওয়াকার
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আচমকা সিদ্ধান্তে পদত্যাগ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস। পদত্যাগের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি দেশটির কিংবদন্তি পেসার ওয়াকার।
অবশেষে প্রায় সপ্তাহদেড়েক পর মুখ খুললেন তিনি। পাকিস্তানি দৈনিক জাংয়ে দেয়া সাক্ষাৎকারে ওয়াকার জানিয়েছেন, বোর্ডের পক্ষ থেকে বরখাস্ত করার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারা।