তালেবান শাসনের এক মাস, জীবন যেমন আফগানিস্তানে
আফগানিস্তান-উজবেকিস্তান সীমান্তে একটি মালবাহী ট্রেন সেতুর উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে নবগঠিত ‘ইসলামিক আমিরাতে’ ঢুকছে। সীমান্তের বিভিন্ন অংশে উজবেকিস্তানের পতাকার পাশে উড়ছে তালেবানের সাদা-কালো পতাকা।
তালেবানের কাবুল দখলের এক মাস পর হায়রাতান সীমান্তে গিয়ে এমনটাই দেখেছেন বিবিসির এক সাংবাদিক।
কট্টরপন্থি ইসলামী গোষ্ঠীটির শাসনামলে আফগানিস্তানের জনজীবন কেমন চলছে, তা দেখতে সম্প্রতি সেখানে যান তিনি।
এসময় তার সঙ্গে কথা বলা অনেক ব্যবসায়ী বলেছেন, তালেবানের ফের ক্ষমতাগ্রহণে তারা খুশি।