![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252F42ee2894-8f26-4388-854c-df3d547a1c7f%252FDH1210_20210911_CUMILLA_24.jpg%3Frect%3D0%252C0%252C2100%252C1181%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
কুমিল্লার প্রবেশমুখে ভোগান্তি চরমে
কুমিল্লা নগরের প্রবেশমুখে ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কের ১ হাজার ৬০০ মিটার অংশ খানাখন্দে ভরা। ভোগান্তি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন এ পথে যাতায়াত করছে। সামান্য বৃষ্টি হলে খানাখন্দে ভরা ওই অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। চার বছর ধরে এ সড়ক সংস্কার করা হয়নি।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, একসময় ঢাকা থেকে চট্টগ্রামের সব যানবাহন কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখাচর হয়ে নগরে প্রবেশ করে সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ পেরিয়ে চট্টগ্রামে যেত। ১৯৮৭ সালে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক হওয়ার পর এই পথ দিয়ে আন্তজেলার বাস চলাচল কমে আসে। কিন্তু ঢাকা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার ১০ উপজেলার বাসিন্দারা এই সড়ক দিয়ে কুমিল্লা নগরে প্রবেশ করেন। সড়কটির নাম ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়ক। এই সড়কের দৈর্ঘ্য ২০ কিলোমিটার।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ২ মাস আগে
বিডি নিউজ ২৪
| কুমিল্লা সদর দক্ষিণ
১ বছর, ২ মাস আগে