মন্ত্রণালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কয়েকটি পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। ফলে নিয়োগের পরবর্তী কার্যক্রম স্থগিত করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, জুনিয়র সহকারী পরিচালক, সহকারী কাম রেডিও অপারেটর, বেতার প্রকৌশলী ও আইটবোর্ড প্রকৌশলীসহ ১৮টি ক্যাটাগরির ১০৮টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২৮ আগস্ট রাজধানীর মতিঝিলের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এরপর ৩০ আগস্ট (জুনিয়র সহকারী পরিচালক ক্যটাগরির ১১টি পদে) ৫ হাজার একজন পরীক্ষার্থীর খাতা দেখে লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া হয়। পরে ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর পর্যায়ক্রমে তাদের সবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।